• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অঘোষিত সেমিফাইনালের দুই দলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৩৬

এশিয়া কাপের ১৪তম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা চলে আজকের ম্যাচটিকে। কারণ এ ম্যাচে যে দল জয়লাভ করবে তারাই ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

এ ম্যাচটিকে হাইভোল্টেজ বলার কারণ বাংলাদেশ-পাকিস্তান বরাবরই একে অপরের শক্ত প্রতিপক্ষ। প্রথম দিকে বাংলাদেশ পাকিস্তানের কাছে পাত্তা না পেলেও আস্তে আস্তে তারা পরাশক্তিতে পরিণত হয়। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ সাফল্য ২০১৫ সালে নিজ দেশে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইওয়াশ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

এ ম্যাচের আগে সমীকরণের দিক দিয়ে যোজন যোজন এগিয়ে পাকিস্তান। একদিনের ক্রিকেটে বাংলাদেশ ৩৫বার পাকিস্তানের মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩১টি ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান।বাকি চারটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।

এশিয়া কাপে এ পর্যন্ত ১২টি ম্যাচে মুখোমুখি হয়েছে এ দু’দল। এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। আজকের ম্যাচের আগে বাংলাদেশ ২০১৬ সালের জয়কে অনুপ্রেরণা হিসেবে নিতে পারে। কারণ সেদিনও এমন একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল দু’দল। শেষ পর্যন্ত বাংলাদেশ শ্বাসরুদ্ধ ম্যাচে পাকিস্তানকে হারিয়েই ফাইনালে ওঠে।

আজকের ম্যাচে মাঠে নামার আগে কেমন হতে পারে দু’দলের সম্ভাব্য একাদশ। তা নিয়ে চলছে জোর আলোচনা। আসুন দেখে নেই দু’দলের সম্ভাব্য একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, মোহাম্মদ আমির, শাহিন শাহ আফ্রিদি।

আরও পড়ুন :

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
টিভিতে আজকের খেলা
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh