• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আফগানদের ২৫০ রানের লক্ষ্য দিলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৫

হতাশায় ইনিংস শুরুর পরও এখন বাংলাদেশ দলের সমর্থকরা স্বপ্ন দেখতে পারেন জয়ের। খাদের কিনারা ঘুরে দাঁড়ানোর অনেক নজির আছে বাংলাদেশ দলের। আজও যদি এমন কিছু ঘটে যায় তবে সেটা কাকতালীয় হবে না মোটেও।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক আজ রোববার টস করতে নেমেছিলেন টানা দুই হারের ক্ষত নিয়ে। যার একটি আবার আজকের প্রতিপক্ষ আফগানদের বিপক্ষেই।

আজ যে দলই টস জিতবে তারাই আগে ব্যাটিং নিবে এটাই স্বাভাবিক ছিল। টস ভাগ্য যখন বাংলাদেশের পক্ষে তখন আর দেরি না করেই ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটা জানিয়ে দেন মাশরাফি বিন মুর্তজা।

কিন্তু বিধি বাম। আগে ব্যাটিং করতে নেমে আগে আগে প্যাভিলিয়নে ফিরতে হবে এটা তো কথা ছিল না!

ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী নাজমুল হাসান শান্ত গত দুই ম্যাচের মতো আজও ফিরে গেলেন এক রান কমে ছয় রান করে।

ওয়ানডাউনে নিয়মিত ব্যাটসম্যান সাকিবের পরিবর্তে এদিন ব্যাট করতে এসে মোহাম্মদ মিঠুন ফিরলেন ১রান করে।

লিটনের সঙ্গে উইকেটে এসে মুশফিকুর রহিম চেষ্টা করলেন প্রাথমিক ধাক্কাটা সামলানোর। কিন্তু রশিদ খান আসতেই এই জুটিও শেষ।

রশিদের প্রথম ওভারেই ৪১ রান করা লিটন খেই হারিয়ে ফেললেন। সাকিব আল হাসান এসে তিনিও রান আউট হলেন প্রথম বলেই।

যে ইমরুল কায়েস গতরাতে যোগ দিলেন দলের সঙ্গে ওপেনিং সমস্যা কাটাতে তাকে নামানো হলো ছয় নম্বরে। কায়েসকে উইকেটে রেখে সেই রশিদের ওভারেই ৩৩ রান করে রান আউট মুশফিক।

৮৭ রানে যখন ৫ উইকেট নেই বাংলাদেশের তখন উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইমরুলের সঙ্গে জুটি গড়ে তুলে নিলেন অর্ধশতক। এই জুটির কল্যাণেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

প্রায় একবছর পর দলে ফেরা ইমরুল কায়েসও তুলে নিলেন নিজের ১৫তম অর্ধশতক। দুজনের জুটি থেকে আসে ১২৮ রান। মাহমুদুল্লাহ রিয়াদ বিদায় নেন ৮১ বলে ৩ চার আর ২ ছয়ে ৭৪ রান করে।

তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে ইমরুল ৮৯ বলে ৭২ রানে বাংলাদেশকে পুঁজি এনে দেন ৭ উইকেটে ২৪৯ রানের।

আফগানদের হয়ে আফতাব আলম নেন ৩ উইকেট। ২ উইকেট করে নেন গুলাবদিন নাঈব ও রশিদ খান।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh