• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কষ্টার্জিত জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৭

চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ডি-বক্সের ভেতর বল পেয়েও গোল করতে পারেননি অ্যাসেনসিও। তবে লা লিগায় একই ভুল না করে গোল তুলে নিলেন। আর তার একমাত্র গোলেই এস্পানিওলের বিপক্ষে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগে দারুণ জয়ে পাওয়ায় এই ম্যাচে গ্যারেথ বেল, মার্সেলো ও টনি ক্রস এ তিন তারকা ফুটবলারকে বিশ্রাম দেন কোচ লোপেতেগুই। চোটগ্রস্ত দানি কারভাহালের পরিবর্তে খেলেন আলভেরো অদ্রিওজোলার।

শনিবার লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়েকে আতিথ্য দেয় রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই অতিথিদের চেপে ধরে রিয়াল। ম্যাচের ৬৫ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেও তোমন লাভ হয়নি স্বাগতিকদের।

উল্টো ম্যাচের ৩৫তম মিনিটে গোল খেতে খেতে বেঁচে ফিরে স্পেনের সফল দলটি। যদিও আক্রমণের প্রতিরোধ গড়েন পেরেস, তবে শেষ পর্যন্ত সেই সুযোগটিও নষ্ট করেন এই ফরোয়ার্ড। ম্যাচে একাধিক সুযোগ পেলেও একাধিক গোলের সুযোগ নষ্ট করেছে ফ্রান্সের এ তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।