• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২০২১ পর্যন্ত ম্যানসিটিতে আগুয়েরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯

২০১১ সালে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানসিটিতে আসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। সে সময় মিডিয়ায় জানানো হয়নি কত বছরের জন্য চুক্তি করা হয়েছিল। বিশেষ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছিল ২০২০ সাল পর্যন্ত তিনি সিটিতে থাকবেন। শেষ পর্যন্ত তাদের কথাই ঠিক হয়। এবার সেই চুক্তি আরও একবছর বাড়িয়ে ২০২১ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।

২০১১ সালে ২৩ বছর বয়সের টববগে তরুণ থাকলেও এখন তার বয়স দাঁড়িয়েছে ৩০-এ। আর আগুয়েরোই প্রথম ফুটবলার যিনি কিনা ম্যানসিটির হয়ে ২’শ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।

অথচ এ চুক্তির আগে তার ম্যানসিটিতে থাকা নিয়ে অনেক গুঞ্জন উঠেছিল। এ চুক্তির মধ্য দিয়ে সেই গুঞ্জনের ইতি হলো। আগুয়েরো এ পর্যন্ত সিটির হয়ে তিনটি করে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লিগ কাপের শিরোপা জিতেছেন।

স্প্যানিশ কোচ গার্দিওলার অধীনে শেষ দু’বছর তার পারফরম্যান্সে যথেষ্ট উন্নতি হয়েছে বলে মনে করেন আগুয়েরো।

চুক্তি শেষে আগুয়েরো বলেন, আমার ইচ্ছা ছিল এখানে ১০ বছর কাটানো। সেই সুযোগটি পেয়ে গেলাম। তাই আরও এক বছরের জন্য সিটিতেই থাকছি। আমি বেশ খুশি।

তিনি আরও বলেন, আমি বেশি খুশি কারণ, সিটিতে যোগ দেয়ার পর থেকেই দারুণ সমর্থন পাচ্ছি। অনুশীলনের পর্যাপ্ত ‍সুযোগ পাচ্ছি। সতীর্থ, স্টাফ ও ম্যানেজমেন্ট সহ সকলেই আমাকে সহযোগীতা করছে এবং প্রত্যেকের থেকেই ভালোবাসা পাচ্ছি।

এদিকে সিটির ফুটবল ডিরেক্টর টিক্সিকি বেজিরস্টেইন বলেন, আমরা ভালো দল। আমরা শতভাগ দিয়ে আমাদের ঘর গোছানোর চেষ্টা করি। আগুয়েরো আরও এক বছর সিটিতে থাকছে। এটা আমাদের জন্য দারুণ খবর।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh