• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভারতের কাছে অসহায় আত্মসমর্পণ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৪

ভারতের কাছে হারটা অস্বাভাবিক কিছু না কিন্তু এত বাজেভাবে হার কখনোই কাম্য নয়। অন্তত এখনকার বাংলাদেশ দলের কাছে এমন হার কেউ আশা করে না। বলা যায়, ভারতের বিপক্ষে একদল নখ-দন্ত্যহীন বাঘ নেমেছিল খেলতে।

দলের সিনিয়র খেলোয়াড়রা ভালো না খেললে সেদিন হারতে হবে এই রেওয়াজটা আজ পাকাপাকি হয়ে গেল বলা যায়।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ব্যাটিং থেকে বোলিং আপাদমস্তক পুরোটাই সিনিয়র খেলোয়াড়রা ভালো খেলেছে। তাই জয়টাও এসেছে। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বিশ্রাম দেয়া হয়েছিল মুশফিক আর মুস্তাফিজকে। রান পায়নি সিনিয়ররা। ব্যাট হাতে নিজেদের মেলে ধরতে ব্যর্থ তরুণরা। ফলাফল লজ্জার হার।

শুক্রবার ভারতের বিপক্ষেও তেমনটাই ঘটল। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ বড় স্কোর করতে না পারায় তার মূল্য দিতে হয়েছে সুদে-আসলে।