• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ক্লান্ত বাংলাদেশের ছোট সংগ্রহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৯

খেলায় হারজিত থাকেই কিন্তু হারটা যদি হয় আফগানিস্তানের সঙ্গে তাহলে মনোবল কোথায় গিয়ে ঠেকে সেটা ভারতের বিপক্ষে দেখিয়ে দিলো বাংলাদেশ। আগের দিন আফগানদের বিপক্ষে হেরে ভাঙা মন নিয়ে রওয়ানা করতে হয়েছে আবুধাবি থেকে দুবাইতে। ১০ ঘণ্টাও সময় পাওয়া হয়নি বিশ্রাম আর হারের ব্যথা ভুলতে। সূচি অনুযায়ী মাঠে নেমে যেতে হয়েছে সুপার ফোরে ভারতের মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।

আজ শুক্রবার দুপুরে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। লম্বা সময় বিশ্রামে থেকে বাংলাদেশ দলে ফিরে মুশফিকুর রহিম সঙ্গে মুস্তাফিজ রহমানও।

তামিমের বদলে ওপেনিংয়ে সুযোগ দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। শান্ত না হয় একেবারেই নতুন কিন্তু, লিটন দাস? দুজনই তুলেন সমান ৭ রান। সবশেষ পাঁচ ওয়ানডেতে লিটনের সর্বোচ্চ রান ছিল ২১।

লিটন-শান্তকে দিয়ে শুরু এরপর আর থিতু হতে পারেনি টপ কিংবা মিডল অর্ডারের কেউই। চোটে পড়া হার্দিক পান্ডিয়ার বদলে জায়গা পাওয়া রবীন্দ্র জাদেজা একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।