• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এবার আরব আমিরাতের জালে বাংলাদেশের গোলবন্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৫

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ দল। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে ৭-০ গোল নিয়ে মাঠ ছেড়েছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।

আজ শুক্রবার বিকেলে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লাল-সবুজদের হয়ে হ্যাটট্রিক করেছেন অনুচিং মোগিনি (২৭, ৩৫, ৩৭)। একটি করে গোল করতে সক্ষম হয়েছেন শামসুন্নাহার (৭ পেনাল্টি), আনাই মোগিনি (৭২) ও ইলামনি (৯০+৪)। একটি গোল এসেছে ইউএইর রক্ষণভাগের ভুলে অর্থাৎ আত্মঘাতী গোল(৪৫+২)।

আগামী বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডে বসবে এশিয়ার অনূর্ধ্ব-১৬ নারীদের ফুটবলের আসর। যার বাছাই পর্বের গ্রুপ ‘এফ’র ম্যাচগুলোর আয়োজক বাংলাদেশ।গ্রুপ পর্বের ম্যাচে এর আগে বাহরাইনকে ১০-০ ও লেবাননের বিপক্ষে ৮-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।

আগামী রোববার ২৩ সেপ্টেম্বর গ্রুপ সেরার লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশের নারীরা। ভিয়েতনাম ও বাংলাদেশ দুই দলই ২৫টি করে গোল দিয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে সবার উপরে রয়েছে।