• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফগানদের বিপক্ষে পাকিস্তানের তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯

এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে আজ মোট দুটি ম্যাচ। দুবাইতে বাংলাদেশের প্রতিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। অন্যদিকে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে টস জেতার পর ব্যাট করবে আফগানিস্তান।

একদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো ক্রিকেটের প্রতিষ্ঠিত দলগুলোকে হারিয়ে এশিয়া ক্রিকেটে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে আফগানদের। আর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ৮ উইকেটে জঘন্য হার হয়েছে পাকিস্তানের। যদিও সহজ প্রতিপক্ষ হংকংয়ের বিপক্ষে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সরফরাজ আহমেদের দল।

আফগান বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন তাদের দুই সুপার স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান। দুই ম্যাচে এই দুই স্পিনার মিলে শুধু ৬ উইকেটই তোলেননি তাদের দুর্দান্ত নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ইনিংসের মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষের রান আটকে গেছে। সঙ্গে অসাধারণ বোলিং করছেন গুলবদিন নাঈব, মোহাম্মদ নবী ও আফতাব আলম।

-------------------------------------------------------
আরও পড়ুন : ব্যা​টিংয়ে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন
-------------------------------------------------------