• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাইলফলকে বাড়তি আগ্রহ নেই মাশরাফির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১১
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

মাত্র একটি উইকেট পেলেই ছাড়িয়ে যাবেন পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আকতারকে। আরও তিন উইকেট তুলে নিলেই ছুঁবেন ২৫০ উইকেট নেয়ার মাইলফলক। বাংলাদেশের প্রথম বোলার হয়ে এই রেকর্ড গড়তে চলেছেন মাশরাফি বিন মুর্তজা।

২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বেশিরভাগ সময়। আর তাই দীর্ঘ ক্যারিয়ারে মাত্র ১৯১টি ম্যাচ খেলেছেন টাইগার অধিনায়ক। আদায় করে নিয়েছেন ২৪৭ উইকেট।

নতুন মাইল ফলক ছোঁয়ার সঙ্গে ওয়ানডেতে দ্রুততম আড়াইশ উইকেট পাওয়া বোলারের মধ্যে পেছনে ফেলবেন কপিল দেব ও চামিন্দা ভাসকে। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল ক্যারিয়ারের ২১৮তম ম্যাচে ২৫০ উইকেট তুলতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক পেস তারকা ভাস ২০৪ ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন।

আজ বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে এশিয়ার কাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচেই হয়তো গড়ে ফেলতে পারেন সেই কীর্তি।
-------------------------------------------------------
আরও পড়ুন : আফগানদের বিপক্ষে সুযোগ পাচ্ছেন তরুণরা!
-------------------------------------------------------