• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভারতের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:২৪

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী দলটির বিপক্ষে ১২৬ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে রোহিত শর্মার দল।

তার আগে পাকিস্তানকে মাত্র ১৬২ রানে বেঁধে রেখেছিল ভারতীয় বোলাররা। ৭ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নেয়া ভূবনেশ্বর কুমার হয়েছে ম্যাচ সেরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন রোহিত। ৩৯ বলের ইনিংসটি খেলতে ছয়টি চার ও তিনটি ছক্কা মারেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান। বাম-হাতি এই ওপেনার ছয়টি চার ও একটি ছয় হাঁকিয়েছেন।

এছাড়া ৩৭ বলে ৩১ রান করে দিনেশ কার্তিক ও ৪৬ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন আম্বতি রাইডু।

পাকিস্তানি বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ফাহিম আশ্রাফ ও শাদাব খান।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান

১৬২ (৪৩.১ ওভার)

ভারত

১৬৪/২ (২৯ ওভার)

ফলাফল

ভারত ৮ উইকেটে জয়ী

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh