• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৫

‘ভালো উইকেটে প্রথমে ব্যাটিং করাটাই ভালো হবে। আমরা শুনেছি পরে লক্ষ্য তাড়া করতে কিছুটা কষ্ট হয়ে যায় এখানে। তাই প্রথমে ব্যাট করে ভালো সংগ্রহ দাঁড় করতে চাই।’ –মাশরাফি মুর্তজা

টস জিতে বাংলাদেশ অধিনায়ক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টস জিতলে এমনটাই সিদ্ধান্ত নিতেন লঙ্কান অধিনায়ক এঞ্জেলো ম্যাথুইস।

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া বিবেচনা করেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

এশিয়া কাপের ১৪তম আসরের পর্দা উঠছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। এই ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি নেই দুই দেশের ভক্তদের মাঝে।

গতকাল শুক্রবার সংবাদ সম্মেলনেও এমনটাই জানিয়েছিলেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি মর্তুজা (অধিনায়ক) মেহদি মিরাজ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা দল: উপল থারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, এঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, ধানুস শানকা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমল, আপনসো ও দিলরুওয়ান পেরেরা।

আরও পড়ুন :

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh