• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশিয়া কাপ ক্রিকেট ২০১৮

ম্যাচের দায়িত্বে এগারো জন, থাকছে সুপার ওভার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৮

অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পর মরুর বুকে বাংলাদেশ-শ্রীলংকার ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের ১৪তম আসরের। ১৯৮৪ সালে রথম্যান্স এশিয়া কাপ নামে এর যাত্রা শুরু হয়। সেবারও প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতেই বসে প্রথম আসর।

আজ শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় সংযুক্ত আরব আমিরাতের মাঠ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এবারের এশিয়া কাপে ৬টি দলকে দুটি গ্রুপে বিন্যাস করা হয়েছে। ফাইনাল সহ সর্বমোট ১৩টি ম্যাচ দিয়ে শেষ হবে এশিয়া কাপের ১৪তম আসর। সংযুক্ত আরব আমিরাতের মাঠ দুবাই ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি খেলা হবে ওয়ানডে ফরমেটে। এর আগের ফরমেটটি ছিল টি-টোয়েন্টি।

এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ১৩টি ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে। যেখানে সর্বোচ্চ তিনজন সুযোগ পেয়েছেন ভারত থেকে, ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত বাকি চার দেশ থেকে একজন করে সুযোগ পেয়েছেন আম্পায়ারস প্যানেলে। ভারত থেকে হলেন, সি শামসুদ্দিন,অনিল চৌধুরি এবং নিতীন মেনন। বাংলাদেশের আনিসুর রহমান, পাকিস্তানের আহসান রেজা, শ্রীলঙ্কার রুচিরা প্যালিয়াগুর্গু ও আফগানিস্তানের আহমেদ শাহ পাকতিন।