• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ক্রোয়েশিয়ার জালে স্পেনের ৬ গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬

বিশ্বকাপের ফাইনাল খেলে উড়তে থাকা ক্রোয়েশিয়াকে মাটিতে নামালো স্পেন। উয়েফা নেশনস লিগে লুকা মদ্রিচ নেতৃত্বাধীন দলটির বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে স্প্যানিশরা।

নিজেদের মাঠে মঙ্গলবার একটি করে গোল করেছেন সাউল নিগুয়েজ, মার্কোস অ্যাসেনসিও, রদ্রিগো, সার্জিও রামোস ও ইসকো। অন্য গোলটি ছিল আত্মঘাতী।

এদিন ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন সাউল। হেডে গোল করেন অ্যাথলেটিকো মাদ্রিদের এই মিডফিল্ডার। ৯ মিনিট পর প্রায় ২০ গজ দূর থেকে শটে ব্যবধান দলকে আরও এগিয়ে দেন অ্যাসেনসিও। ৩৫তম মিনিটে ফের গোল পাবার প্রবল সম্ভাবনা জাগান রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে ক্রোয়েশিয়ার গোল কিপার লোভেরে ক্লানিকের গায়ে লেগে জালে জড়ায়।

-------------------------------------------------------
আরও পড়ুন : দিবালার সামনেই ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খুললেন কোচ
-------------------------------------------------------

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে স্বাগতিকদের হয়ে চতুর্থ গোলটি করেন রদ্রিগো। ৫৭ মিনিটে হেড থেকে গোল করেন অধিনায়ক সার্জিও রামোস। ৭০ মিনিটে ষষ্ঠ ও শেষ গোলটি করেন ইস্কো। এতে নতুন কোচ লুইস এনরিকের অধীনে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুরিয়া রোজারা।

দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে নেশনস লিগের ‘এ’ লিগের গ্রুপ-৪ এর পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।

এদিকে ক্রোয়েটদের ইতিহাসে এটাই সবচেয়ে বড় পরাজয়। এর আগে চার গোলের বেশি ব্যবধানে কনোদিনও হারতে হয়নি রাকিটিচ-পেরিসিচদের।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শনিবার
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট ‘গিনেস বুকে’ স্থান পাবে : প্রতিমন্ত্রী
টিভিতে আজকের খেলা
‘ফুটবলের উজ্জ্বল তারকারা অবশ্যই ফর্মে ফিরবে’
X
Fresh