• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

যুব এশিয়া কাপের সূচি ঘোষণা করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৪

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। এবারের আসরে আয়োজক বাংলাদেশ। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সময় সূচি ঘোষণা করা হয়েছে। দুই গ্রুপে আটটি দল এতে অংশ নিবে। ভারত, আফগানিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রয়েছে ‘এ’ গ্রুপ। অন্যদিকে ‘বি’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে খেলবে, পাকিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ ঢাকার দুই ভেন্যু (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠ) এবং ‘বি’ গ্রুপের ম্যাচগুলো চট্টগ্রামের দুই ভেন্যুতে ( এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) হবে।

২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত হবে গ্রুপ পর্বের খেলা। ৪ ও ৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে ফাইনাল।

সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলোর ভেন্যু হিসেবে থাকবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সবগুলো ম্যাচ হবে সকাল ৯টা থেকে।

এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি

তারিখ

গ্রুপ

মুখোমুখি

ভেন্যু

২৯ সেপ্টেম্বর

আফগানিস্তান-আরব আমিরাত

বিকেএসপি-৪

ভারত-নেপাল

বিকেএসপি-৩

বি

পাকিস্তান-হংকং

এমএ আজিজ স্টেডিয়াম

বি

বাংলাদেশ-শ্রীলঙ্কা

জহুর আহমেদ চৌধুরী

৩০ সেপ্টেম্বর

ভারত-আরব আমিরাত

বিকেএসপি-৩

বি

শ্রীলঙ্কা-হংকং

জহুর আহমেদ চৌধুরী

১ অক্টোবর

আফগানিস্তান-নেপাল

বিকেএসপি-৪

বি

বাংলাদেশ-পাকিস্তান

জহুর আহমেদ চৌধুরী

২ অক্টোবর

আফগানিস্তান-ভারত

বিকেএসপি-৩

আরব আমিরাত-নেপাল

বিকেএসপি-৪

বি

পাকিস্তান-শ্রীলঙ্কা

এমএ আজিজ স্টেডিয়াম

বি

বাংলাদেশ-হংকং

জহুর আহমেদ চৌধুরী

সেমিফাইনাল ও ফাইনাল

তারিখ

ম্যাচ

ভেন্যু

৪ অক্টোবর

প্রথম সেমিফাইনাল

মিরপুর শের-ই-বাংলা

৫ অক্টোবর

দ্বিতীয় সেমিফাইনাল

মিরপুর শের-ই-বাংলা

৭ অক্টোবর

ফাইনাল

মিরপুর শের-ই-বাংলা

আরও পড়ুন :

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh