• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জরিমানায় সেরেনা, পাশে দাঁড়ালো ডব্লিউটিএ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫

প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন বেচারি নাওমি ওসাকা। কিন্তু ২০ বছর বয়সী এই তরুণীর জয় ঢাকা পড়ে গেলো অযাচিত বিতর্কে। দ্বিতীয় সেট জয়ের মুখোমুখি যখন নাওমি তখনই সেরেনা উইলিয়ামসকে দেখা যায় চেয়ার আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে। চেয়ার আম্পায়ারকে সেরেনা ‘চোর’ও ‘মিথ্যাবাদী’বলে বসেন। যার জেরে তাকে একটি গেমও খোয়াতে হয়।

ঘটনার সূত্রপাত ঘটে শনিবার ইউএস ওপেন নারীদের ফাইনালের দ্বিতীয় সেট চলাকালীন। তার আগে ২-৬ ফলে প্রথম সেট জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটেও সেসময় ৩-৪ ফলে এগিয়ে ছিলেন নাওমি। সেই অবস্থায় চেয়ার আম্পায়ার অভিযোগ করেন কোচিং বক্স থেকে খেলা চলাকালীন সেরেনার কোচ প্যাট্রিক মুরাতগ্লু তাকে নির্দেশ দিচ্ছেন।

এই অভিযোগে সেরেনাকে কোড ভায়োলেশনের জন্য সতর্ক করা হয়। পাশাপাশি র‌্যাকেট ছুঁড়ে ফেলার জন্য তার একটি পয়েন্ট পেনাল্টি হিসেবে কেটে নেয়া হয়। এরপরই আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান ৩৬ বছর বয়সী এই তারকা। কোর্টের মধ্যে তিনি কেঁদেও ফেলেন।

নাওমি অবশ্য এই ঝামেলার মধ্যেও মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ বের করে নেন। তবে ম্যাচের পর এই বিতর্ক আরও অনেকদূর গড়িয়েছে।