• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

১৪তম গ্র্যান্ডস্লাম জিতলেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৪

ইউএস ওপেন নিজের করে নিলেন নোভাক জকোভিচ। হুয়ান মার্টিন দেলপত্রোকে হারিয়ে টেনিস বিশ্বের জোকার জিতে নিলেন নিজের ১৪তম গ্র্যান্ডস্লাম। চোট সারিয়ে উইম্বলডন জেতার পর এবার ইউএস ওপেনের রাজা হলেন সার্বিয়ান তারকা।

তিন বছর পর জকোভিচের ইউএস ওপেন জয়ের মাঝে বড় বাধা ছিল দেলপত্রো। ২০০৯ সালের পর রোববার কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে খেলতে নেমেছিল আর্জেন্টিনার এই তারকা।

৯ বছর পর বড় কোনো আসরের শিরোপার লড়াইয়ে নেমে ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-৩ সেটে হারতে হয় দেলপত্রোকে। অন্যদিকে নিজের তৃতীয় ইউএস ওপেন খেতাব জিতে নেন জকোভিচ।

এর আগে সেমিফাইনালে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছিলেন ৩১ বছর বয়সী জোকার।

সেমিফাইনালে নিশিকোরিকে দাঁড়াতেই দেননি জকোভিচ। সহজেই স্ট্রেট সেটে ৬-৩, ৬-৪, ৬-২ এ জিতে নেন ম্যাচটি।

এদিকে প্রথম জাপানি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন নাওমি ওসাকা। টেনিসের রানী খ্যাত সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইউএস ওপেনের নারীদের শিরোপা ঘরে তুলেছেন ২০ বছর বয়সী এই তরুণী।

আরও পড়ুন:

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh