• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

একঝাক তারকা নিয়ে ম্যানচেস্টারে জিদান!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৫৩

টানা তৃতীয়বারের রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা উপহার দিয়ে পদত্যাগ করেন জিনেদিন জিদান। হঠাৎ এমন সিদ্ধান্ত সবাইকে হতাশ করে। লস ব্লাঙ্কোসদের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ ক্যাসটিল্লার দুই বছর দায়িত্ব পালন করার পর ২০১৬ সালে মূল দলের হাল ধরেছিলেন ফ্রান্সের সাবেক এই মিডফিল্ডার।

১৯৯৮ সালে অনেকটা একক নৈপূণ্যেই জাতীয় দলকে প্রথমবারের মতো বিশ্বকাপ এনে দিয়েছিলেন। ২০০১ সালে জুভেন্টাস ছেড়ে যোগ দেন রিয়ালে। ২০০৬ সালের বিশ্বকাপে ফাইনালে গিয়েও হার মানতে হয় ইতালির বিপক্ষে। ওই বছরই আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলকে বিদায় জানান জুজু খ্যাত এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে ক্যারিয়ার শেষ করার আগে খেলেছেন ১৫৫টি ম্যাচ।

বর্তমানে কোনও দলের দায়িত্ব না নিলেও বেশ কয়েকদিন ধরেই নানা গুঞ্জন ৪৬ বছর বয়সী জিদানকে নিয়ে। কেউ কেউ বলছিল, ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের হাল ধরছেন। অনেকেই জানিয়েছিল, নিজ দেশ ফ্রান্সের দায়িত্ব গ্রহণ করছেন। ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে নিয়ে এবার নতুন গুঞ্জন রটেছে। মিরর জানাচ্ছে ভিন্ন তথ্য।

ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হতে চলেছেন তিনি। আর তার সঙ্গে নিয়ে আসছেন বেশ কয়েকজন তারকা ফুটবলারও।

এক প্রতিবেদনে মিরর জানায়, হোসে মরিনহো অধীনে ভালো সময় যাচ্ছে না ইংলিশ ক্লাবটির। আর দলের খেলোয়াড়দের দাবিতেই ওল্ড ট্রাফোর্ডে নেয়া হচ্ছে জিদানকে।

ইংল্যান্ডের ফু্টবল নিয়ে ৪০ বছর সাংবাদিকতা করছেন জন রিচার্ডস। কিংবদন্তি এই সাংবাদিকের করা ওই প্রতিবেদনে আরও জানানো হয়, জার্মানিও রিয়ালের মিডফিল্ডার টনি ক্রুস, কলম্বিয়া ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হামেশ রদ্রিগেজ, উরুগুয়ে ও পিএসজির স্ট্রাইকার এডিনসন কাভানি, স্পেন ও বায়ার্নের মিডফিল্ডার থিয়াগো আলকানতারাকে নিয়ে ম্যানইউ’র কোচ হিসেবে যোগ দিচ্ছেন জিদান।

এমন বিশাল পরিবর্তন হয়তো রেড ডেভিলসদের ফের পুরাতন জৌলুসে ফিরিয়ে আনতে সক্ষম হবে।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যান সিটির ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
X
Fresh