• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পিছিয়ে থেকেও ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০২

উয়েফা ন্যাশন লিগে ইংল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে স্পেন। লুইস এনরিকের অধীনে প্রথম বারের মতো খেলতে নেমে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে সার্জিও রামোসের দল।

ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে স্প্যানিশদের হয়ে একটি করে গোল করেন সাউল নিগেস ও রদ্রিগো মরেনো। আর স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেছেন মার্কাস রাশফোর্ড।

উয়েফার সদস্য নিয়ে এই টুর্নামেন্টে ‘এ’ লিগে গ্রুপ ৪-এর ম্যাচে জয় তুলে নেয় ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

লন্ডনের ঐতিহাসিক এই মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইংলিশরা। ১১ মিনিটে মাথায় গোল করেন রাশফোর্ড। লুক শাওয়ের ক্রস পেয়ে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা।

যদিও দুই মিনিট পরেই সমতায় আসে স্পেন শিবির। রদ্রিগোর দেয়া পাসে বল জালে জড়ান অ্যাথলেটিকোর মিডফিল্ডার সাউল।

৩২ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায় স্পেন। ফ্রি-কিক থেকে বল পেয়ে গোল করে দলকে এগিয়ে নেন স্বদেশি ক্লাব ভালেন্সিয়ার রদ্রিগো। বিরতির আগ পর্যন্ত কোনো পক্ষই আর গোল পায়নি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দুই দলই বেশ কিছু সুযোগ তৈনি করে। শেষ দিকে হ্যারি কেন-রাশফোর্ডরা ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে। তবে সফল না হওয়া ২-১ এ হারতে হয় গ্যারেথ সাউথগেটের শিষ্যদের।

ওয়াই/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
এক চুমুতে আড়াই বছরের জেল!
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
X
Fresh