• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভুটানকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৮

সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপের লড়াইয়ে জয় পেয়েছে পাকিস্তান। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

পাকিস্তানের হয়ে একটি করে গোল করেছেন হাসান বশির, মোহাম্মদ রিয়াজ ও ফাহিম আহমেদ।

শুরুতেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয় পাকিস্তানের আক্রমণ ভাগ। ফলাফল হিসেবে ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। সাদ্দাম হোসেনের হেডে বল পেয়ে দলের প্রথম গোলটি করেন হাসান বশির।

৯ মিনিট পর দ্বিতীয় গোল পায় পাকিস্তান। মুহাম্মদ আলির দেয়া পাসে গোল করেন মোহাম্মদ রিয়াজ। প্রথমার্ধের আগ পর্যন্ত কোনও গোল না হওয়ায় ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয়ার্ধে নেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। বেশ কয়েকবার ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় তারা। তবে পাকিস্তানের রক্ষণভাগ ভেদ করতে বার বার ব্যর্থ হতে হয়।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের গোল পায় পাকিস্তান। মুহাম্মদ আলির দেয়া পাসে গোল করেন বদলি খেলোয়াড় ফাহিম।

৩-০ গোলের এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো পাকিস্তানিরা। শেষ চারে যেতে হলে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে হবে পাকিস্তানের।

দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জেমি ডে’র শিষ্যরা জয় পেলে পাকিস্তানকে নিয়ে সেমিতে পৌঁছে যাবে। কোনও কারণে বাংলাদেশ হারলে পড়তে হবে সমীকরণের হিসাব-নিকাশে।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh