• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

অক্টোবরে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪২

আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানে অন্যরকম উত্তেজনা। মহাপ্রতীক্ষিত এই লড়াইয়ের কথা সামনে এলেই বিশেষ আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির মহাদ্বৈরথ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ফুটবল প্রেমীরা। বিশ্বের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে আগামী অক্টোবরে মুখোমুখি হচ্ছে দুই দেশ।

সম্প্রতি বিশ্বভ্রমণের সূচি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এতে আগামী মাসে সৌদি আরব সফর করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

১২ অক্টোবরে রিয়াদে স্বাগতিকদের মুখোমুখি হবে তিতের শিষ্যরা। কিং সাউদ বিশ্ববিদ্যালয় মাঠে আয়োজন করা হবে ম্যাচটি।

চারদিন পর ১৬ অক্টোবর ক্রিকেটপ্রেমীরা দেখতে পাবেন চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই। জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।

সবশেষ ২০০২ সালে সৌদির বিপক্ষে মাঠে নেমেছিল সেলেকাওরা। এই পর্যন্ত মোট ৪ দেখায় প্রতিবারই জয় পেয়েছে ফুটবলের ইতিহাসের সবচেয়ে সেরা দলটি।

অন্যদিকে গেলো বছর বিশ্বভ্রমণে সব শেষ আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ওই ম্যাচে আকাশী-সাদাদের বিপক্ষে ১-০ গেলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সাম্বা কিংদের।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh