• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

৩-০তে এগিয়ে নতুন আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:০৮

বিশ্বকাপে ব্যাপক ধরাশায়ীর পর এই প্রথম জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। আজ শনিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে প্রতিপক্ষ গুয়েতমালা। প্রথমার্ধে ৩-০তে এগিয়ে রয়েছে দুইবারের বিশ্বসেরা দলটি।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে প্রথমার্ধ পর্যন্ত একটি করে গোল করেছেন গঞ্জালো মার্টিনেজ, গিওভানি লো সেলসো ও গিওভান্নি সিমিওনে।

এদিন মাঠে নেমেই শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও হয় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিরা। ম্যাচের ২৬ মিনিটে গোল পোস্টে দূর থেকে শট নেন রিয়াল বেটিসের মিডফিল্ডার লো সেলসো। গুয়েতমালার ডিফেন্ডারের হাতে লাগে বল। এতে পেনাল্টি পায় আর্জেন্টাইনরা। রিভার প্লেটের গঞ্জালো মার্টিনেজ শটটি নিয়ে দলকে ১-০তে এগিয়ে দেন।

৩৫ মিনিটের মাথায় কর্নার পায় আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে লো সেলসোর দুর্দান্ত গোলে ২-০ লিড পায় লাতিন দেশটি।