• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তপুর গোলে লিড নিয়ে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

২০১৬ সালের পরাজয়কে যেন ভুলতে পারলো না বাংলাদেশ। না হলে গ্যালারি ভর্তি দর্শক থিতু হয়ে বসার আগেই বাংলাদেশকে এগিয়ে দিলেন তপু বর্মন। খেলা শুরুর দেড় মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল আদায় করেন তপু।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাফ সুজুকি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামে বাংলাদেশ ও ভুটান।

ম্যাচের শুরুতেই ভুটানের রক্ষণে আক্রমণ শানায় বাংলাদেশ। যার ফলাফল হাতে নাতেই পায় লাল সবুজের জার্সিধারীরা। খেলার প্রথম মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। এ সময় ডি-বক্সের ভিতর সাদউদ্দিনকে ফাউল করেন ভুটানের থেরিং ধিরাজ। তা রেফারির সামনেই ঘটে ফলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন তপু বর্মন।

২০১৬ সালের ১০ অক্টোবরে এই ভুটানের কাছে পরাজয়ের প্রায় দুই বছর পর আজ তাদের বিপক্ষে খেলছে লাল-সবুজের জার্সিধারীরা। ওই পরাজয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে ১৭ মাস নির্বাসনে চলে যায় বাংলাদেশ।