• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপ বাছাই পর্বের ফাইনালে আরব আমিরাত-হংকং

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৬

এশিয়া কাপের বাছাই পর্বের ফাইনালে উঠেছে সংযুক্ত আরব আমিরাত ও হংকং। আগামী বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনালে মুখোমুখি হবে দু'দল।

লিগের শেষ ম্যাচে নেপালকে মাত্র ৯৫ রানে অল আউট করে হংকং। এমন লো-স্কোরিং ম্যাচেও ৭ উইকেট খরচ করতে হয়েছে হংকংকে। শেষ পর্যন্ত ৩ উইকেটের জয় নিয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থেকে বাছাই পর্বের ফাইনাল নিশ্চিত করে তারা।

দিনের দ্বিতীয় ম্যাচে কুয়ালালামপুরে ওমানের মুখোমুখি হয় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আরব আমিরাতের। এই ম্যাচটা জিতলে সমীকরণ অনুযায়ী ফাইনালে খেলতে পারতো ওমান। কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচে ১৩ রানের জয় পায় আরব আমিরাত

প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহান মোস্তফার ৭১ রানে ভর করে ৫০ ওভারে ৮ উইকেটে ২০৮ রান সংগ্রহ করে আরব আমিরাত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে ওমান। কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেলে ছিটকে পড়ে ম্যাচ থেকে। শেষ পর্যন্ত ১৩ রানে হেরে যায় তারা।

এই ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে এবারের এশিয়া কাপের স্বাগতিক দেশ।

এশিয়া কাপের বাছাই পর্বের ফাইনাল ম্যাচে যে দল জিতবে তারাই গ্রুপ পর্যায়ে ভারত ও পাকিস্তানকে নিয়ে গড়া গ্রুপ থেকে খেলবে মূল পর্ব।

অন্যগ্রুপে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলংকা। সেক্ষেত্রে বাছাই পর্ব পেরিয়ে আসা দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ কামিন্স
X
Fresh