• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ওভালেই শেষ টেস্ট কুকের

অনলাইন ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৫

অবসরের ঘোষণা দেয়া হয়ে গেল বাদ বাকি অপেক্ষা আন্তর্জাতিক ক্যারিয়ারে জীবনের শেষ টেস্ট ম্যাচটা খেলার। ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয় ৩৩ বছর বয়সী অ্যালিস্টার কুককে।

২০০৬ সালে ইংল্যান্ড টেস্ট দলে অভিষেক হয় কুকের। অভিষেক ম্যাচটাও খেলেছিলেন ভারতের বিপক্ষে। ক্যারিয়ারের ইতিটাও টানছেন সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই।

আগামী ৭ সেপ্টেম্বর ওভালে ভারতের বিপক্ষে সিরিজের ৫ম ও শেষ টেস্ট খেলে কুক তুলে রাখবেন ব্যাট-প্যাড।

দীর্ঘ এক যুগের ক্যারিয়ারে কুক খেলেছেন ১৬০টি টেস্ট। ৪৪.৮৮ গড়ে করেছেন ১২ হাজার ২৫৪ রান। যার ক্যারিয়ারে শতক রয়েছে ৩২টি, অর্ধশতক রয়েছে ৫৬টি।

ইংল্যান্ডের হয়ে ৫৯ টেস্টে নেতৃত্ব দেয়া এই ইংলিশ ব্যাটসম্যান ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে ছিলেন রান খরায়।

ভারতের বিপক্ষে চলতি সিরিজের চার ম্যাচে সব মিলে করেছেন ১৩৮ রান।

তবু নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এই সাবেক অধিনায়ক।

আজ সোমবার অবসরের ঘোষণায় বলেন, আমি যতটা অর্জন করেছি সেটা কল্পনাতীত। ইংল্যান্ডের হয়ে খেলতে পেরে আমি গর্বিত। গর্বিত হওয়ার আরেকটা কারণ, এই দলের হয়ে খেলেছেন অনেক গ্রেট ক্রিকেটার।

দুঃখও প্রকাশ করেন অবসরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।

“যদিও এটি আমার জন্য অনেক কষ্টের একটি দিন। তবু আমি বিদায় নিতে পারছি ইংল্যান্ড ক্রিকেটকে ভাল কিছু দিতে পেরে। দেশের হয়ে দীর্ঘদিন খেলতে পারার জন্য সবাই আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে আমার কয়েকজন সহকর্মী। আমার নেয়া সিদ্ধান্তগুলোর ভেতর আজকের এই সিদ্ধান্তটা সবচেয়ে কঠিন ছিল, কিন্তু আমি জানি যে অবসরে যাওয়ার জন্য এটিই সঠিক সময়।"

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh