• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এশিয়া কাপে টাইগারদের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৭

চলতি মাসের ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে ৬টি দল নিয়ে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসর। উদ্বোধনী দিনেই বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সামনের বছর ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে এবারের আসরটিকে ওয়ানডে ফরমেটে করা হয়েছে।

এবারই প্রথমবারের মতো ৬টি দল নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে শুরু হবে এই আসরটি। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী দুই টেস্ট খেলুড়ে দল শ্রীলঙ্কা ও আফগানিস্তান। আর ‘এ’ গ্রুপে রয়েছে এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। অপর আরেকটি হবে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা দল।

এশিয়া কাপের একটি দল নির্বাচনের জন্য ২৯ আগস্ট থেকে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ওমান, মালয়েশিয়া ও হংকং এর মধ্যে শুরু হয়েছে বাছাইপর্ব। এদের মধ্য থেকে সেরা দলই হবে ভারত-পাকিস্তানের গ্রুপ সঙ্গী।

১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সবগুলো ম্যাচই হবে আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাইয়ে।প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে।