• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্প্যানিশ ক্লাবের মালিক হচ্ছেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ আগস্ট ২০১৮, ১২:১৭

ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো। তাকে চিনেন না ফুটবল বিশ্বে এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না। অনেকদিন পর আবার মিডিয়ার শিরোনাম হলেন রোনাল্ডো। ফুটবলার হিসেবে একটি দেশের প্রতিনিধিত্ব করার পর এবার তিনি একটি ক্লাবের মালিক হচ্ছেন। তবে সেটি ব্রাজিলের নয় স্পেনে।

মালিকানা প্রাপ্ত ক্লাবটির নাম রিয়াল ভালাদোলিদ। এ ক্লাবটির বর্তমান মালিকরা হচ্ছেন মেক্সিকান ব্যবসায়ী আর্নেস্টো টিনাজেরো ও কার্লোস সুয়ারেজ। উভয়ের মধ্যে দ্বন্দ্বের সংকটে পড়তে বসেছিল ক্লাবটি।

২৩ আগস্ট একটি গুঞ্জন ওঠে ক্লাবটির মালিক হচ্ছেন রোনাল্ডো। চলতি মাসেই সভাপতির দায়িত্ব নেয়ার কথা। কিন্তু আর্থিক বনিবনা না হওয়ায় তা পিছিয়ে যায়। তবে গত মঙ্গলবার ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ মিলিয়ন ইউরো হলে রোনাল্ডো ক্লাবটির সভাপতি হতে পারবেন। সেক্ষেত্রে ক্লাবটির অধিকাংশ শেয়ারের মালিক হবেন ব্রাজিলিয়ান এই ফুটবলার।

-------------------------------------------------------
আরও পড়ুন : বিকেলে প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
-------------------------------------------------------