• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সেমির স্বপ্ন পাকিস্তানের কাছে ভাঙল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ আগস্ট ২০১৮, ২০:৫০

সেমিফাইনাল অধরাই থেকে গেল বাংলাদেশের। আজ জিতলে বাংলাদেশ পৌঁছে যেত এশিয়ান গেমস হকির সেমি পর্বে। কিন্তু এমন সমীকরণে খেলতে নেমে শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের কাচে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

যদিও এই ম্যাচে জয়ের আশাটা ক্ষীণ ছিল বাংলাদেশের। কেন না,হকিতে পাকিস্তান বেশ শক্তিশালী দল।

তাই বলে যে খেলার আগে হেরে যেতে হবে তা তো না। তবে সেটাই হয়েছে। আজ মঙ্গলবার জেবিকে হকি ফিল্ডে পাকিস্তানের বিপক্ষে কোনরকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতেও পারেনি বাংলাদেশ।

খেলা শুরুর আগে হেরে যাওয়ার ভয়টা হয়তো প্রমাণ করেছে ম্যাচের প্রথম মিনিটেই পাকিস্তানের কাছে গোল খেয়ে।

এরপর নয় মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে ২-০ব্যবধানে প্রথম কোয়ার্টার শেষ করে পাকিস্তান।

-------------------------------------------------------
আরও পড়ুন: অনুশীলন উপভোগ করছি: মিরাজ
-------------------------------------------------------

দ্বিতীয় কোয়ার্টারে খেলতে নেমে আরও এক গোল হজম করতে হয় জিমিদের।

৩-০ গোলের চাপে পড়ে বিধ্বস্ত বাংলাদেশের জালে ম্যাচের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল দিলে ব্যবধান দাঁড়ায় ৫-০ গোলের।

শেষ পর্যন্ত কোনও গোল পরিশোধ না করতে পেরে ৫-০ গোলের হতাশা নিয়ে এশিয়ান গেমস থেকে পদক শূন্য থেকে ফিরতে হচ্ছে বাংলাদেশ হকি দলকে।

এবার খেলতে হবে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ। যদিও ‘বি গ্রুপ থেকে তৃতীয় হওয়ায় এশিয়ান গেমসের আগামী আসরে সরাসরি খেলা নিশ্চিত করেছে জিমিরা।

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh