• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লিভারপুল বিক্রির জন্য নয় জানালো এফএসজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ আগস্ট ২০১৮, ০৯:০৩

সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানের ২ বিলিয়ন পাউন্ডে লিভারপুল বিক্রির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি)। তবে এখানে বিনিয়োগ করলে এ নিয়ে কোনও আপত্তি নেই তাদের।

সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ান ম্যানচেস্টার সিটির মালিক আরবীয় ধনকুবের শেখ মনসুরের চাচাতো ভাই।

২০১০ সালে লিভারপুলের সাবেক মালিক হিকস অ্যান্ড গিলেটের কাছ থেকে মালিকানা কিনে নেয় এফএসজি। ধুঁকতে থাকা লিভারপুলকে কিনতে ৩০০ মিলিয়ন পাউন্ড খরচ হয় তাদের।

মালিকানা পরিবর্তনের সময় সাত ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একদম নিচের সারিতে অবস্থান ছিল লিভারপুল। নতুন মালিক এসেই বিশাল বিনিয়োগ করে ক্লাবকে শীর্ষ পর্যায়ে খেলার উপযুক্ত করে তোলেন। ফলাফল, বর্তমানে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে ‘অলরেড’রা।