• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বার্সা ও আর্জেন্টিনার মেসির মধ্যে পার্থক্য বোঝাপড়া’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ আগস্ট ২০১৮, ১০:২১

লিওনেল আন্দ্রেস মেসি। আর্জেন্টিনা ও বার্সেলোনার প্রাণ ভোমরা। বর্তমান ফুটবল বিশ্বের সেরাদের একজন। বার্সেলোনার মেসি আর আর্জেন্টিনার মেসি এক হলেও তাকে দুভাগে বিভক্ত করে আর্জেন্টাইনরা। সকলেই বলে বার্সেলোনায় যে মেসিকে দেখা যায় আর্জেন্টিনার জার্সিতে সে মেসিকে দেখা যায় না।

এ যেমন রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যায় আর্জেন্টিনা। যেখানে একেবারে নিষ্প্রভ ছিলেন মেসি। তবে আর্জেন্টিনাকে রাশিয়া বিশ্বকাপে তুলেছিলেন কিন্তু এই এলএমটেন নিজেই। কোয়ালিফায়ারের শেষ ম্যাচ অবিশ্বাস্য এক হ্যাটট্রিক করে দলকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেন।

২০১৫ ও ২০১৬ সালে আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে পরাজিত হয়। সে দু’বারই তার কোচ ছিলেন মার্টিনো। তার পরেই নাটকীয়ভাবে অবসর নেন মেসি। তখনই ‘এলএম ১০’ ও মার্টিনোর পথ আলাদা হয়ে যায়। অবসর থেকে ফেরেন মেসি। আর মার্টিনো পাড়ি জমান মার্কিন মুলুকে।

মেসিকে নিয়ে বার্সেলোনা ও আর্জেন্টিনা এ দু’জায়গাতেই কোচিং করিয়েছেন এমনি একজন হচ্ছেন জেরার্দো টাটা মার্টিনো। সম্প্রতি তার এক সাক্ষাতকারে উঠে এসেছে আর্জেন্টিনা ও মেসি সম্পর্কে অনেক কথা।