• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোহলির পেছনে সৌরভ সামনে ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ আগস্ট ২০১৮, ১৭:২১

শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও ভারতের সর্বকালের সেরা হয়ে উঠছেন বিরাট কোহলি। ব্যাট হাতে শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন কিনা তা সময়ই বলে দিবে, তবে দলপতি হিসেবে যে বিরাট দেশটির সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও টপকে যাবেন তা বলাই যায়। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয়টি বিশাল জয় পেয়েছে ভারত। এতে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা।

ভারতের সেরা অধিনায়কদের সমীকরণ

মহেন্দ্র সিং ধোনি

অধিনায়ক হিসেবে ৬০টি টেস্টে অধিনায়কত্ব করেছেন ধোনি। জয় ২৭টি ম্যাচ। হেরেছেন ১৮ ও ড্র করেছেন ১৫টি ম্যাচ। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর থেকে শুরু করেছিলেন। থামেন ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরের মাঝপথে।