• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আর্জেন্টিনায় ফিরবেন কি মেসি?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ আগস্ট ২০১৮, ২০:২৫

গত সপ্তাহে খবর চাউর হয় আর্জেন্টিনার জাতীয় দল থেকে সাময়িক বিরতি নিচ্ছেন লিওনেল মেসি। গেলো শুক্রবার আলবিসেলেস্তেদের অধিনায়ককে বাদ দিয়েই আগামী মাসে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৯ সদস্যের দল ঘোষণা করা হয়। মেসি ছাড়াও দল থেকে কাটা পড়েছেন সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেলো ডি মারিয়া, গঞ্জালো হিগুয়েইনসহ অন্যান্য তারকারাও। অন্তর্বর্তীকালীন কোচ লিওনেল স্কালনির অধীনে নতুন এই দলের রয়েছেন পাউলো দিবালা-মাউরো ইকার্দির মতো তরুণ তুর্কিরা।

দল ঘোষণার পর আর্জেন্টিনার নতুন বস প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এলেন। মুখ খুলেছেন দলের সবচেয়ে বড় তারকা মেসিকে নিয়েও।

লাতিন আমেরিকার দেশটির হয়ে খেলা সাবেক এই ফুটবলার নিশ্চিত করে বলতে পারেননি কবে ফিরছেন মেসি।
-------------------------------------------------------
আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় বাংলাদেশের ফুটবলারদের ঈদ উদযাপন
-------------------------------------------------------

স্কালনি বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি, কিন্তু আগামীতে কি হবে তা নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমরা জানি তিনি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে।

মেসি সঙ্গে দারুণ সম্পর্ক উল্লেখ করে ৪০ বছর বয়সী এই কোচ বলেন, তিনি এবারের দলে থাকছেন না, পরের বার কি হবে সেটি সময় মতই বুঝা যাবে। আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল।

সংবাদ সম্মেলনে ফের স্কালনি মনে করিয়ে দেন মেসির গুরুত্ব অনেক বেশি।। এজন্য আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাকে (৬৫) চাপও দিতে চান না তিনি।

দলের অস্থায়ী এই কোচ বলেন, মেসিকে ফিরতে বলা না বলা আমার জন্য ঠিক হবে না। পৃথিবীর এমন কোনও কোচ নেই যে মেসিকে ছাড়া লাভবান হবেন।

লিওনেল স্কালনি ও লিওনেল মেসি

রাশিয়া বিশ্বকাপে ব্যাপক ভরাডুবি হয় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। হতাশাজনক পারফরমেন্সের পর দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়তে হয় ডিয়েগো ম্যারাডোনার উত্তরসূরিদের। এরপর কোচ হোর্হে সাম্পাওয়ালিকে বিদায় দিয়ে সহকারী কোচ স্কালনির ওপর ভরসা করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

নতুন দল নিয়ে কোচ বলেন, সিদ্ধান্তগুলো জাতীয় দলের ভালোর জন্যই নেয়া হয়েছে। আমরা স্পষ্ট করে জানি এই যাত্রায় দলে নতুন সদস্য প্রয়োজন ছিল। আমার মনে হয়েছিল সংস্কার দরকার। নতুনদের সুযোগ করে দেয়ার এটিই সঠিক সময়।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
মেসি গোল পেলেও জেতেনি ইন্টার মায়ামি
X
Fresh