• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মোদির দল থেকে নির্বাচনে অংশ নেবেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ১৪:২২
২০১৪ সালে অমৃতসরে বিজেপির সিনিয়র নেতা অরুন জেটলির নির্বাচনী প্রচারণায় গৌতম গম্ভীর।

কয়েকদিন আগে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর গুঞ্জন রটে আগামী নির্বাচনে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি পদে লড়বেন কুমার সাঙ্গাকারা। ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা এই উইকেটকিপার সংবাদটিকে গুজব হিসেবে উড়িয়ে দেন। তবে নতুন খবর হচ্ছে ভারতের লোকসভার নির্বাচনে অংশ নেবেন গৌতম গম্ভীর।

অবশ্য গম্ভীর প্রথম ভারতীয় ক্রিকেটার নন যিনি সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন। এর বহু আগে থেকেই মনসুর আলি খান পতৌদি, মোহাম্মদ কাইফ, প্রবীণ কুমার, নভজোত সিং সিধু সবাই ক্রিকেট থেকে রাজনীতিতে এসেছেন।

উপমহাদেশের ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও সনাত জয়সুরিয়াও নিজেদের দেশের নির্বাচনে অংশ নিয়ে মন্ত্রীত্বের দায়িত্বও পালন করেছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় বর্তমানে সংসদ সদস্য।

-------------------------------------------------------
আরও পড়ুন :ছোট পর্দায় আজকের খেলা
-------------------------------------------------------