• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিরাটের সেঞ্চুরি, ইংলিশদের সামনে বিশাল লক্ষ্য

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ আগস্ট ২০১৮, ০৮:৫১

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৩ রান। ইংলিশদের হয়ে ১৩ রান করে ক্রিজে রয়েছেন কেইটন জেনিংস ও ৯ রান করে অপরাজিত রয়েছেন অ্যালিস্টার কুক।

দ্বিতীয় ইনিংসে স্বাগতিক ব্যাটসম্যানদের বিরুদ্ধে ৯ ওভারে মোট তিন জন বোলার ব্যবহার করেন বিরাট কোহলি। গত দুই টেস্টে দাপট দেখিয়ে জিতলেও, এই টেস্টে একেবারেই টিম ইন্ডিয়ার সামনে দাঁড়াতে পারেনি জো রুটের দল।

প্রথম ইনিংসে বড় রানের লিড নেয়ার পর ইংল্যান্ডের সামনে তৃতীয় টেস্ট জয়ের জন্য ৫২১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টিম ইন্ডিয়া। হাতে আছে দুই দিন। এই ম্যাচে জয় পেতে হলে করতে হবে আরও ৪৯৮ রান। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভারত।

সফরকারীদের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ পারফর্ম করেন বিরাট কোহলি। অধিনায়ক একাই করেন ১০৩ রান। বিরাটকে যোগ্য সঙ্গ দেন চেতেশ্বর পূজারা। ৭২ রানে প্যাভিলিয়নে ফেরেন এই ডানহাতি ব্যাটম্যান।

শেষ দিকে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। এই তিন ব্যাটসম্যান ছাড়াও রান পান শিখর ধাওয়ান (৪৪), লোকেশ রাহুল (৩৬)। প্রথম ইনিংসের মতো সফল না হলেও ২৯ রান করেন অজিঙ্কা রাহানে।

ইংল্যান্ডের হয়ে ২৭ ওভারে তিন উইকেট তুলে নেন আদিল রশীদ। দুটি উইকেট শিকার করেন বেন স্টোকস। একটি করে উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন এবং ক্রিস ওকস।

চাপে থাকলেও, কোনভাবেই পিছিয়ে রাখা যাবে না ইংল্যান্ডকে। লড়াইয়ে ফিরে আসার জন্য বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটম্যান রয়েছে দলে।

চলতি সিরিজে অ্যালিস্টার কুক রান না পেলেও, ইংল্যান্ডের অন্যতম বড় স্তম্ভ তিনি। টেস্টে ১২ হাজারের বেশি রানের মালিক তিনি।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh