• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফুটবল কাবাডির পর হকিতেও বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৮, ১৯:০৫

এশিয়ান গেমস থেকে একদিনে দুটি সুখবর দিলো বাংলাদেশ।সকালে কাবাডিতে জয়ের পর বিকেলে হকিতে ওমানের বিপেক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে গতকাল রোববার ফুটবলে বাংলাদেশ কাতারকে হারিয়ে ইতিহাস গড়ে নক আউট পর্ব নিশ্চিত করে।

অবশ্য গত মার্চে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের ফাইনালে এই ওমানের কাছেই হেরেছিল বাংলাদেশ। তবে ইন্দোনেশিয়ায় মূল পর্বে সেই হারের প্রতিশোধ নিতে ভুল করেননি জিমি-চয়নরা। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই ওমানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

জিবিকে হকি ফিল্ডে শুরু থেকে আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের ১৪তম মিনিটে গোল করে প্রথম কোয়ার্টারেই বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড আরশাদ হোসেন।

তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ২৩তম মিনিটে আল শাইবির গোলে সমতায় ফিরে ওমান। ম্যাচের এ গোলই যেন তাতিয়ে দেয় বাংলাদেশকে। ২৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে লাল-সবুজ দলকে আবার এগিয়ে দেন ডিফেন্ডার আশরাফুল ইসলাম।