• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাফল্যের কারণ জানালেন বাংলাদেশ কোচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ আগস্ট ২০১৮, ১৪:০৭

এশিয়ান গেমসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী কাতারকে ১-০ গোলে হারিয়েছে লাল-সবুজরা। কঠোর পরিশ্রমের কারণেই ঐতিহাসিক এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দলের প্রধান কোচ জেমি ডে।

রোববার ম্যাচ শেষে ইংলিশ কোচ বলেন, এই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের অনুশীলনের ফল পেয়েছি। পরিশ্রম করলেই যে সাফল্যের দেখা পাওয়া সম্ভব সেটারই প্রমাণ মিলেছে। প্রথমবারের মতো এশিয়াডে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে। এর পুরো কৃতিত্ব খেলোয়াড়দের, এটা তাদের অর্জন। ভালো খেলার কারণেই এমন সাফল্য এসেছে আজ।

নক আউট পর্বে ‘এফ’ গ্রুপের রানার্স আপের বিপক্ষে আগামী ২৪ আগস্ট মাঠে নামতে হবে লাল-সবুজদের। যদিও সেই ম্যাচের প্রতিপক্ষ নিয়ে এখন আর ভাবছেন না জেমি ডে।

৩৮ বছর বয়সী এই কোচ বলেন, ম্যাচের পুরোটা সময় কঠোর পরিশ্রম করেছে ছেলেরা। ৯০ মিনিটে একটুও ছন্দ হারায়নি। আমরা এখন দ্বিতীয় রাউন্ড নিয়ে চিন্তিত নই, এই মুহূর্তটা উপভোগ করতে হবে।