• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতারকে পরাজিত করায় প্রধানমন্ত্রীর অভিনন্দন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৮, ২২:৪৮

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ ফুটবলে কাতারকে পরাজিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ইন্দোনেশিয়ার বেকাসির প্যাট্রিয়ট চন্দ্রভাগা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় ইনজুরি টাইমে জামাল ভূইঁয়ার করা গোলে কাতারকে ১-০ গোলে পরাজিত করে বাংলাদেশ এশিয়ান গেমসে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

এ জয়ের ফলে বাংলাদেশ এই প্রথম এশিয়ান গেমসে নক আউট পর্বে উত্তীর্ণ হল। এর আগে বাংলাদেশ কখনোই দ্বিতীয় পর্বে যেতে পারেনি।

প্রধানমন্ত্রী তার অভিনন্দন বার্তায় বিশ্বকাপ-২০২২-এর স্বাগতিক দেশ কাতারের বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ে দলের সকল খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ফুটবল দলের কর্মকর্তাসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।