• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ পাকিস্তানের জামশেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ১৪:২৩

বর্তমান সময়ে ক্রিকেটে স্পট ফিক্সিং প্রকট আকার ধারণ করেছে। একের পর এক শাস্তি দিয়েও তা থামানো যাচ্ছে না। ম্যাচ ফিক্সিংয়ের কথা উঠলেই নাম আসে পাকিস্তানের। কারণ ফিক্সিংয়ের আঁতুড় ঘর হিসেবে পরিচিত তারা।

বিভিন্ন সময়ে অনেককে ফিক্সিংয়ের দায়ে শাস্তি দিলেও এবার খেলোয়াড়দের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তারই অংশ হিসেবে স্পট ফিক্সিং তথা ম্যাচ গড়াপেটার ঘটনার দায়ে পাকিস্তানি ব্যাটসম্যান নাসির জামশেদকে সব ধরনের ক্রিকেট থেকে দশ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। গত বছর ডিসেম্বরে পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) স্পট-ফিক্সিং মামলায় অভিযুক্ত হন এই ব্যাটসম্যান।

এর আগে গত বছর ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল জামশেদকে। যার মেয়াদ এ বছরের এপ্রিলে শেষও হয়ে গিয়েছিল।