• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফিফা র‌্যাঙ্কিং

শীর্ষে ফ্রান্স, দশে নেই আর্জেন্টিনা-জার্মানি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ আগস্ট ২০১৮, ০৯:১৮

বিশ্বকাপ ফুটবল শেষে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তোলে লস ব্লুজরা। আর এর সুবাদেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটাও দখল করলো ফরাসিরা।

রাশিয়া বিশ্বকাপের পর বৃহস্পতিবার নতুন এ র‌্যাঙ্কিং প্রকাশ করে ফিফা।

এছাড়া প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠে সবাইকে চমকে দেয়া ক্রোয়েশিয়া র‌্যাংকিয়ের ২০ নম্বর থেকে এক লাফে ৪ নম্বরে এসে জায়গা দখল করেছে। ক্রোয়েটরা এবারের রানার্সআপ। আর যথারীতি বাংলাদেশের অপরিবর্তনীয় অবস্থান ১৯৪ নম্বরে।

সেরা দশে উঠে এসেছে উরুগুয়ে, ইংল্যান্ড এবং ডেনমার্কও। আর সেরা দশ থেকে নেমে গেছে আর্জেন্টিনা, চিলি, জার্মানি ও পোল্যান্ড।