• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সেমিতে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৮, ১৫:৩৫

‘ফাইনালে ওঠার জন্য সেমিফাইনাল ম্যাচে আমরা আমাদের সেরাটা দিব। জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।’ সাফ অনূর্ধ্ব-১৫ উইমেন্স চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে নামার আগে এমটাই বলেছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটন।

আজ বুধবার থিম্পুতে মুখোমুখি হচ্ছে দল দুটি। চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এর আগে বাংলাদেশ সময় বিকাল চারটায় একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে লড়বে নেপাল।
------------------------------------------------------------------
আরও পড়ুন : অধিনায়ক মেসির টানা দুই শিরোপা
------------------------------------------------------------------

এবারের আসরের গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশের মেয়েরা। এই গ্রুপ থেকে গ্রুপ রানার আপ হয় নেপাল।

বাংলাদেশ গ্রুপ পর্বে পাকিস্তানকে ১৪-০ ও নেপালকে ৩-০ গোলে পরাজিত করে। আর এক ম্যাচে জয় পেয়েই নেপাল উঠে যায় সেমিতে। তারা পাকিস্তানকে ৪-০ গোলে পরাজিত করে।

‘এ’ গ্রুপ থেকে শ্রীলঙ্কাকে ১২-০ ও ভুটানকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছায় ভারত। ভুটান একটিতে জয় পেয়েই সেমিফাইনালে ওঠে। শ্রীলঙ্কাকে ৬-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা।

আগামী ১৮ আগস্ট শনিবার হবে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh