• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তৃতীয় টেস্টে ফিরেছেন স্টোকস

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৪ আগস্ট ২০১৮, ২২:০২

বেন স্টোকসকে ইংলিশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ বললে ভুলও হবে না। একের পর এক বিতর্কিত আচরণ দেখিয়ে শিরোনাম হচ্ছেন গণমাধ্যমের।

এজবাস্টনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দূর্দান্ত খেলার পরও বাদ পড়তে হয়েছে লর্ডসে দ্বিতীয় টেস্টে।

একের পর বিতর্কিত ঘটনা ঘটিয়ে আলোচনায় থাকা স্টোকসের প্রকাশ্যে মারপিট করার অভিযোগ থেকে অব্যহতি পেলেন এই অলরাউন্ডার।

মঙ্গলবার ইংল্যান্ড স্টোকসকে নির্দোষ বলে রায় দিল ব্রিস্টলের ক্রাউন আদালত।
-----------------------------------------------------------------------
আরও পড়ুন : এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের দল ঘোষণা
-----------------------------------------------------------------------

গত বছরের ২৫ সেপ্টেম্বর রাতে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জয়ের পর এমন কাণ্ড করে করে বসেন এই ইংলিশ অলরাউন্ডার।

ব্রিস্টলের একটি রেস্তোরায় বেন স্টোকস, জো রুট, অ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো যান খেতে। এরপর রেস্তোরার বাইরে দুই ব্যক্তির সঙ্গে অশালীন আচরণ করেন স্টোকস।

স্টোকসের আচরণে ক্ষুব্ধ হয়ে রায়ান আলি ও রায়ান হেলস নামের দুই ব্যক্তি প্রতিবাদ করেন। তাতে উত্তেজিত হয়ে ওই দুই ব্যক্তির গায়ে হাত তোলেন স্টোকস।

এরপর গত ৬ আগস্ট থেকে ব্রিস্টলের আদালতে স্টোকসের বিচার চলছিল।

যদিও মারামারির ঘটনা আদালতে অস্বীকার করেন বেন স্টোকস। তবে আত্মরক্ষার জন্য কিছু ঘটনা স্বীকারও করেন পরে।

মূলত সত্যতা স্বীকারের জন্যই আদালত অভিযোগ থেকে মুক্তি দেয় স্টোকসকে।

মুক্তি পাওয়ায় আগামী শনিবার থেকে নটিংহ্যামে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে মাঠে নামতে সমস্যা নেই স্টোকসের।

এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের ডিসিপ্লিনারি কমিটি থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এখন থেকে স্টোকস ও এলেক্স হেলস খেলতে আর কোন সমস্যা নেই। তবে ইংল্যান্ড ক্রিকেট থেকে এখনও কিছু প্রক্রিয়া রয়ে গেছে। সেটা পরে জানানো হবে।

আরও পড়ুন :

এমআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh