• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্পেন থেকে খসে পড়লো আরেকটি তারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৮, ১৬:১৭

আরেকটি তারা খসে পড়লো স্পেন দল থেকে। ইনিয়েস্তা ও জেরার্ড পিকের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভা।

ম্যানচেস্টার সিটির এই তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি চিঠির মাধ্যমে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক ফুটবলে ১২ বছরের ক্যারিয়ার সিলভার। ২০০৬ সালে অভিষেকের পর ১২৫টি ম্যাচ খেলে ৩৫টি গোল করেছেন ডেভিড সিলভা।

২০১০ সালের ফিফা বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেন। দলকে শিরোপা জেতাতে ভূমিকা রেখেছিলেন ডেভিড সিলভা। ২০০৮ ও ২০১২ সালে ইউরো কাপ জিতেছিল স্পেন। দুই আসরেই ডেভিড সিলভা খেলেছিলেন। রাশিয়া বিশ্বকাপেও দলের সঙ্গে ছিলেন তিনি।

ক্লাব ফুটবলে মনোযোগ বাড়াতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড সিলভা।