• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আশরাফুলের নিষেধাজ্ঞা উঠলো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ আগস্ট ২০১৮, ১১:২৫

স্পট-ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহম্মদ আশরাফুল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলো আজ সোমবার। ফের জাতীয় দলে প্রত্যাবর্তনের আশা করছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সম্প্রতি আশরাফুল বলেছেন, দীর্ঘদিন ধরে ২০১৮ সালের ১৩ আগস্টের অপেক্ষায় ছিলাম। পাঁচ বছর আগে আমি দোষ স্বীকার করেছিলাম। গত দুই মৌসুমে ঘরোয়া ক্রিকেট খেলেছি। আমার মনে হয়, আমি জাতীয় দলে সুযোগ পেতে পারি।

২০১৩ সালে ঘরোয়া টি-টোয়েন্টির আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন আশরাফুল। তবে ২০১৬ মৌসুম থেকে ডান হাতি এই ব্যাটসম্যানকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০১৭-১৮ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখান ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। সেই কারণেই তিনি ফের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ার আশা করছেন।