• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জয় দিয়ে নতুন মৌসুম শুরু ম্যানইউয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৮, ১৫:০৮

বিশ্বকাপ ফুটবলে বুঁদ হয়ে থাকার পর মাঝে বিরতি দিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ক্লাব ফুটবলের খেলা। সর্বপ্রথম মাঠে গড়ালো ইংলিশ প্রিমিয়ার লিগ। উদ্বোধনী ম্যাচে লেস্টার সিটিকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

শুক্রবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইডেট বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল। ম্যাচে ৪৬ শতাংশ সময় ধরে তারা বল নিয়ন্ত্রণে রেখেছিল। অন্যদিকে, ৫৪ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রেখেছিল লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড টার্গেটে শট নেয় ছয়টি। লেস্টার সিটি টার্গেটে শট নেয় ৪টি।

ম্যাচে তৃতীয় মিনিটে আলেক্সিস সানচেজের শর্ট বক্সের ভেতর লেস্টারের ড্যানিয়েল অ্যামার্টির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন পগবা।

এরপর সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারছিল না স্বাগতিকরা। সুযোগ পেয়েছিল লেস্টারও। বিশেষ করে প্রথমার্ধে ১২ গজ দূর থেকে ম্যাডিনসনের জোরালো শট ডানদিকে ঝাঁপিয়ে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া।
-------------------------------------------------------
আরও পড়ুন : মড্রিচ রিয়ালেই থাকছেন
-------------------------------------------------------