• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সহজেই রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৮ আগস্ট ২০১৮, ২১:৪৩

হেসে খেলেই রজার্স কাপের দ্বিতীয় রাউন্ডে উঠলেন নোভাক জকোভিচ। ১৩৭ বছর পুরানো ঐতিহাসিক এই টুর্নামেন্টটি কানাডিয়ান ওপেন হিসেবেও পরিচিত।

পরের রাউন্ডেও সার্ভিয়ান তারকা জকোভিচের সামনে সহজ বাধা, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পিটার পোলানস্কি। ৪ বারের রজার্স কাপ জয়ী কিন্তু শুরুটা করলেন চ্যাম্পিয়নের মতোই।

দক্ষিণ কোরিয়ান হিয়ন চুং পিঠের চোটের কারণে নাম তুলে নেয়ার পর প্রথম রাউন্ডে জকোভিচের সামনে ছিলেন মির্জা বাসিক। বসনিয়া হার্জেগোভিনার এই টেনিস খেলোয়াড়কে সহজেই ৬-৩ ৭-৬ (৭-৩) ফলে হারিয়ে দেন দ্য জোকার খ্যাত জকোভিচ।

ম্যাচের পর ৩১ বছর বয়সী এই সার্বিয়ান জানিয়েছেন, টরন্টো ও মন্ট্রিয়ালে আমি অনেক সাফল্য পেয়েছি। এবারও ভালভাবেই শুরু করতে চেয়েছিলাম।

অন্যদিকে নিক কিরগিয়োসের বিরুদ্ধে ওয়ারিঙ্কাকে কষ্ট করে জিততে হলেও তার খেলা দেখে বোঝা গিয়েছে হাঁটুর চোট সারিয়ে তিনি দ্রুত ছন্দে ফিরছেন।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ আইটিএফ ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুরের উদ্বোধন
মাঠে গড়াচ্ছে ওয়ার্ল্ড টেনিস মাস্টার্স ট্যুর টেনিস প্রতিযোগিতা ২০২৪ 
ফের সানিয়া-শোয়েবের বিচ্ছেদের গুঞ্জন
টেনিস খেলার জনপ্রিয়তা কমেনি : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh