• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

র‌্যাগিংয়ের শিকার হয়ে বার্সায় ভিদালের অভিষেক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১৭:২০

গত সোমবার জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকে ২০ মিলিয়ন ইউরোতে ৩ বছরের চুক্তিতে বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন চিলিয়ান তারকা মিডফিল্ডার আর্তুরো ভিদাল। বার্সেলোনায় যোগ দেয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পদক্ষেপ বলে জানিয়েছেন ভিদাল।

সোমবার বার্সার সঙ্গে চুক্তি সেরেই মঙ্গলবার যোগ দেন দলের সঙ্গে। এদিন মাঠে প্র্যাকটিসে নেমে পড়েন ভিদাল। প্র্যাকটিস সেশনে যোগদানের আগে তাকে র‌্যাগিংয়ের শিকার হতে হয় বার্সা খেলোয়াড়দের হাতে। তবে সে র‌্যাগিংটি ছিল একটু অন্যরকম।

সারিবদ্ধভাবে খেলোয়াড়রা দুই সারিতে দাঁড়াবে তার মাঝখান দিয়ে এই রাস্তা অতিক্রম করতে হবে সংশ্লিষ্ট খেলোয়াড়কে। তাই এমন র‌্যাগিং থেকে বাদ যাননি ভিদালও। প্রথম দিনই এমন তিক্ত মধুর অভিজ্ঞতার শিকার হলেন তিনি। মাঝে মাঝে এমন র‌্যাগিংয়ের শিকার হয়ে যান কোচও।

এই যেমন বিশ্বকাপ চলাকালীন সময়ে প্র্যাকটিস সেশনে আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন র‌্যাগিংয়ের শিকার হয়েছিলেন।