• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আপাতত ফিরছেন না বুমরাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৮, ১৪:০১

প্রথম টেস্টে হারের পর বুধবার ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে চোট সমস্যায় জর্জরিত ভারতীয় শিবির। চোটের কারণে আগেই দল থেকে বাদ পড়তে হয়েছে ঋদ্ধিমান সাহা, যশপ্রীত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টেস্টে ফিরতে পারেন ভুবনেশ্বর কুমার। তবে ভারতীয় শিবিরের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি হচ্ছে চোটের কারণে বুমরাহকে ফিরে আসার একেবারেই সম্ভাবনা নেই।

ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, বুমরাহের বুড়ো আঙুলের চোট সারাতে আরও কিছুটা সময় লাগবে।

গেলো জুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়েছিলেন ভারতের সেরা বোলার বুমরাহ। ইংল্যান্ডেই অস্ত্রোপচার করানো হয় এই পেস তারকার।

দ্বিতীয় টেস্টে দল বাছাইয়ের সময় ২৪ বছর বয়সী এই তারকা পাওয়া যাবে এমন জেনেই স্কোয়াডে তাকে রেখেছিল ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

কিন্তু সবশেষ খবর অনুযায়ী, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত বুমরাহ। ফলে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে কোহলির দল।

আরও পড়ুন :

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
আম্পায়ারদের ভুলে বিশ্বকাপ জয় ইংল্যান্ডের!
বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন বাটলার
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh