• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

উইন্ডিজদের সামনে ১৮৫ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ আগস্ট ২০১৮, ০৮:২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

সোমবার বাংলাদেশ সময় ভোরে টস জিতে ব্যাট করতে নামে সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলটি।

দ্বিতীয় ম্যাচসেরা তামিম ইকবাল এদিন ১৩ বলে ২১ রান করে ফিরে যান। আরেক ওপেনার লিটন দাস মাত্র ৩২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ছয়টি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজান ডান-হাতি এই ব্যাটসম্যান।

সৌম্য সরকার ৫ ও মুশফিকুর রহিম ১২ আর সাকিব আল হাসান ফেরেন ২৪ রান করে।

অন্যদিকে ২০ বলে ৩২ রানের ইনিংস রান করে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে ক্রিচে ছিলেন ১৬ বলে ১৮ রান করা আরিফুল হক।

উইন্ডিজ বোলারদের হয়ে দু্টি করে উইকেট নেন কার্লোস ব্র্যাথওয়েট ও কেমো পল। একটি উইকেট শিকার করেন কেসরিক উইলিয়ামস।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
ইনিংস হারের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
X
Fresh