• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মনে হচ্ছিল আমি বাংলাদেশেই খেলছি: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৮, ১৪:৫০

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো খেলতে নেমেছিল বাংলাদেশ দল। ফ্লোরিডার লডারহিল সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কের এই মাঠটি ওয়েস্ট ইন্ডিজ নিজেরদের দ্বিতীয় হোম ভেন্যু হিসেবেই ব্যবহৃত হয়ে আসছে। স্যামুয়েলস-রাসেলদের ঘরোয়া টি-টোয়েন্টির টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (সিপিএল) আয়োজন করা হয়েছে বেশ কয়েকবার। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন। পুরো মাঠ জুড়েই লাল-সবুজের সমর্থকদের আধিপত্য ছিল। এ যেন ‘মিনি বাংলাদেশ’। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নানা প্রান্ত থেকে ছুটে আসে প্রবাসী সমর্থকরা।

টেস্টে ধবলধোলাই হবার ওয়ানডেতে চমৎকার পারফর‌ম্যান্সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ এ জয় পায়। তবে ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে হারতে হয় সাকিব আল হাসান নেতৃত্বাধীন দলকে।

সমতায় ফেরার ম্যাচে মার্কিন মুল্লুকে এদিন প্রথম দিকে ব্যাকফুটে চলে গেলেও তামিম-সাকিবের দৃঢ়তায় বড় সংগ্রহ করতে সক্ষম হয় টাইগাররা।

দ্রুত উইকেট তুলে নিয়ে উইন্ডিজ ব্যাটসম্যানদের কোণঠাসা করে দিয়ে ম্যাচে নিজেদের দাপট দেখায় বাংলাদেশের বোলাররাও।