• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারপ্রাপ্ত কোচ দিয়ে কাজ চালাবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ১৩:৫৪
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পাশে ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি (ফাইল ছবি)

বিশ্বকাপে ব্যাপক ভরাডুবির পর আর্জেন্টিনার নতুন কোচ হর্হে সাম্পাওলিকে ছাঁটাই করা হয়। কে হবেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোচ সেই উত্তর খুঁজছিল ফুটবল বিশ্ব।

রাশিয়ায় বাজে পারফরমেন্সের কারণ হিসেবে সাম্পাওলির সিদ্ধান্তকেই দায়ী করা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন দলের খেলোয়াড়দের সঙ্গেও চিলির সাবেক এই কোচেও কথাও বন্ধ হয়ে গিয়েছিল বলে খবর।

দেশে ফিরেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয় ৫৮ বছর বয়সী এই কোচের। সাম্পাওয়ালিকে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বও বুঝিয়ে দেয়া হয়। তবে তা মেনে নেননি এই আর্জেন্টাইন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১ রানে জয়, নেপাল গড়লো ইতিহাস
-------------------------------------------------------