• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১ রানে জয়, নেপাল গড়লো ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৮, ১২:২৯

ওয়ানডেতে অভিষেক ম্যাচে আশা জাগিয়েও হতাশ করেছিল নেপাল। তবে ঠিক পরের ম্যাচটিই জিতে ইতিহাস গড়লো হিমালয়ের দেশটি। মাত্র ১ রানে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছিনিয়ে নিলো পরশ খাদকা নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার আম্সটেলভিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপালিরা। ৪৮.৫ ওভার পর্যন্ত ব্যাট করে সবগুলো উইকেট হারিয়ে ২১৬ রান করতে সক্ষম হয় সফরকারীরা।

৬৯ বলে ৫১ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক খাদকা। শেষ দিকে ৬৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন সোম্পাল কামি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ইংলিশদের মাইলফলকের ম্যাচে ‘বিরাট’ বাধা
-------------------------------------------------------

ডাচ বোলারদের হয়ে তিনটি উইকেট শিকার করেন ফ্রেড ক্লাসেন। মাইকেল রিপন ও পিটার সিলার তুলে নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারান ওপেনার স্টেফেন মাইকবার্গ। তবে আরেক ওপেনার ডেনিয়েল টেল ব্রাক হাল ধরেন দলের। ৮৩ বলে ৩৯ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। ওয়েসলি বার্সেলির ৮৯ বলে ৭১ রানের ইনিংসটি জয়ের পথেই নিয়ে এগুচ্ছিল ইউরোপের দেশটি। তবে এর পরই স্বাগতিক ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিল শুরু হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ বল পর্যন্ত গড়ালেও শেষ পর্যন্ত অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস।

দক্ষিণ এশিয়ার দেশটির হয়ে সন্দ্বীপ লামিচানে ৩টি লতিত ভান্ডারি নেন দুটি উইকেট। ৬১ রান ও একটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সোম্পাল কামি।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh